Arganic SanitizerHealth Others 

অর্গানিক স্যানিটাইজার তৈরি করছে পঞ্চায়েত দপ্তর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অর্গানিক স্যানিটাইজার তৈরি করছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। এই সময় স্যানিটাইজারের আকাল। অনেক দোকানে মিল করা যাচ্ছে না স্যানিটাইজার। চাহিদা ব্যাপক বেড়েছে। এই খবর জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ইতিমধ্যে বিভিন্ন জেলায় পঞ্চায়েতের কর্মীরা এই কাজে নেমেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই স্যানিটাইজার তুলে দেওয়া হবে বলেও জানান পঞ্চায়েতমন্ত্রী। এ বিষয়ে সুব্রতবাবুর বক্তব্য, “সরকারি কর্মীদের বিনামূল্যে এই অর্গানিক স্যানিটাইজার দেওয়া হবে। গরিবরা যাতে বিনা পয়সায় পায়, তার ব্যবস্থাও করা হচ্ছে। অ্যালোভেরা, তেল, সোনাঝুরি বীজ, স্পিরিট, স্যাভলন ও নিমপাতা এই সব দিয়ে তৈরি করা হচ্ছে।”

Related posts

Leave a Comment