MCCLifestyle 

করোনার জেরে পিছল NEET-PG (2020) এর কাউন্সেলিং

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণের জেরে কেন্দ্রীয় স্তরে পিছিয়ে দেওয়া হলো NEET-PG (2020) এর কাউন্সেলিং। উল্লেখ্য, গত ১৮ মার্চ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ ভবনের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয় পিজি মেডিক্যাল ও ডেন্টালের সরকারি, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা ও এনআরআই কোটায় ভর্তির কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে ২০ মার্চ থেকে। এবং তা চলবে ১৩ মে পর্যন্ত।

কিন্তু কোভিড-১৯ সংক্রমণের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি আজ এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে। এমসিসি (মেডিক্যাল কাউন্সেলিং কমিটি)-র তরফে জানানো হয়েছে কবে থেকে এই প্রক্রিয়া শুরু করা হবে তা পরিস্থিতির ওপর নজর রেখে পরে জানানো হবে।

Related posts

Leave a Comment