গোর্কি সদনে শিল্প প্রদর্শনী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি এখন ইতিহাসের পাতায়। সে-সময় ওই যুদ্ধের বিরুদ্ধে গর্জে উঠে মানবতাবাদী সমস্ত মানুষ। সারা পৃথিবী জুড়ে তার প্রভাব পড়েছিল। এ বছর ওই ফ্যাসিবাদী ঘটনার বিরুদ্ধে বিশ্ব মানবতার জয়ের ৭৫ বছর পূর্তি। এই উপলক্ষে মস্কোয় আয়োজিত হয়েছে বিবিধ অনুষ্ঠান। কলকাতাও পিছিয়ে নেই। সূত্রের খবর, কলকাতার গোর্কি সদনে রাশিয়ান সেন্টার ফর সায়েন্স অ্যান্ড কালচার-এর উদ্যোগে আয়োজিত হল একটি বড় মাপের শিল্প প্রদর্শনী। আয়োজক সূত্রের খবর, আগামী ২১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রদর্শনীর নাম- “আর্টিস্টস এগেইনস্ট ফ্যাসিজম অ্যান্ড ওয়ার ফর পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ”। এই প্রদর্শনীতে যোগ দেবেন ৭৫ জন শিল্পী। রাশিয়া থেকেও কিছু কাজ আসবে বলে জানা গিয়েছে।