জীবাণুমুক্ত করতে হাতে-কলমে পাঠ বিজ্ঞান মঞ্চের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না বাজারে। অনেক খোঁজাখুঁজির পর পাওয়া গেলেও, ব্যবহারের পদ্ধতি অনেকেরই অজানা। এবার আসরে নামল বিজ্ঞান মঞ্চ। করোনার উদ্বেগজনক পরিস্থিতিতে সন্তোষপুর অ্যাভিনিউয়ে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কর্মশালা করে বিজ্ঞান মঞ্চ। সেখানে হাতে-কলমে স্যানিটাইজার ব্যবহারের পদ্ধতি শেখানো হয়েছে। বিজ্ঞান মঞ্চের বিশেষজ্ঞরা এর প্রশিক্ষণ দেন। অন্যদিকে, সব জায়গায় হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না বলে পূর্ব বর্ধমানের কালনায় বালতি-মগ-সাবান নিয়ে বিজ্ঞান মঞ্চের সদস্যরা বিজ্ঞানসম্মতভাবে হাত জীবাণুমুক্ত রাখার পদ্ধতি শিখিয়েছেন। করোনা নিয়ে আমজনতার সচেতনতা বৃদ্ধি করার জন্য লিফলেট বিলি করা হয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তথ্য দিয়ে প্রচার শুরু করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। করোনা ভাইরাসের মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করতে সরকারি উদ্যোগ ছাড়াও গণ-উদ্যোগের প্রবণতাও দেখা যাচ্ছে।