Bleise MatuidiOthers Sports 

জুভেন্টাসের দ্বিতীয় ফুটবলার মাতুইদি করোনায় আক্রান্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জুভেন্টাসের দ্বিতীয় ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। ব্লেইসে মাতুইদি করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। সিরি আ-তে গতবারের চ্যাম্পিয়ন ক্লাব সূত্রে এ খবর জানানো হয়েছে। গত ১১ মার্চ থেকে তিনি আইসোলেশনে রয়েছেন। এক বিবৃতিতে জুভেন্টাসের পক্ষ থেকেও জানানো হয়েছে, মেডিকেল টেস্টে করোনা ভাইরাসে পজিটিভ পাওয়া গিয়েছে তাঁর শরীরে। ওইদিন থেকে ঘরের মধ্যে আইসোলেশনে রয়েছেন ওই ফুটবলার। পর্যবেক্ষণে রাখা হয়েছে ব্লেইসে মাতুইদিকে। তবে সুস্থ রয়েছেন তিনি।

Related posts

Leave a Comment