১,৫০০ কোটির পণ্যের বরাত হারাল ভারতীয় চর্মশিল্প
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের প্রকোপে গত দু-দিনে বাতিল হল ১,৫০০ কোটির পণ্যের বরাত। সূত্রের খবর, আমেরিকা এবং ইউরোপ থেকে পাওয়া ১,৫০০ কোটি টাকার চর্ম ও চর্মজাত পণ্যের রপ্তানি বরাত হারাল ভারতীয় চর্মশিল্প। কাউন্সিল অফ লেদার এক্সপোর্টসের চেয়ারম্যান পি আর আকিল আহমেদ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ১৭ মার্চ থেকে ভারতের প্রায় ৩৮,৫০০ কোটি টাকার চর্মজাত পণ্য রপ্তানি ক্ষেত্রে অপ্রত্যাশিত এবং বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রসঙ্গত, চিনে করোনা ভাইরাস ভয়ঙ্কর আকার ধারণ করার পর থেকে ভারতীয় চর্ম এবং চর্মজাত শিল্পের বাণিজ্যিক অবস্থা সঙ্কটময় পরিস্থিতিতে পৌঁছে যায়। এরপর বরাত বাতিল সেই যন্ত্রণা আরও বাড়িয়ে তুলেছে। আমেরিকা এবং ইউরোপের ক্রেতারা প্রায় ১,৫০০ কোটি টাকার বরাত বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে।