P K Banerjee (83)Lifestyle Others Sports 

ভারতীয় ফুটবলের অর্জুন পিকে প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ফুটবলার ও কোচ পিকে বন্দ্যোপাধ্যায় প্রয়াত হলেন। ভারতীয় ফুটবলের এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি হল।দীর্ঘ রোগভোগের পর কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তাঁর।ভারতীয় ফুটবলের অর্জুন পি কে বন্দ্যোপাধ্যায়ের বয়স হয়েছিল ৮৩ বছর
১৯৩৬ সালের ২৩ জুন, জলপাইগুড়িতে পিকের জন্ম। রক্তে ছিল ফুটবল।তাই অসামান্য গোলার শটে লক্ষ্যভেদ করেছেন বারবার। তাঁর ট্রেড মার্ক ভোক্যাল টনিকে বের করে আনতো ফুটবলারদের সেরা খেলাটা। মাত্র ১৫ বছর বয়সে বিহারের হয়ে সন্তোষ ট্রফিতে খেলেছেন।১৯৫৪সালে কলকাতায় চলে আসেন। দীর্ঘদিন খেলেছেন ইস্টার্ন রেলওয়ের হয়ে।তাঁর অধিনায়কত্বে ১৯৫৮সালে কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন হয় ইস্টার্ন রেলওয়ে। তিনটি এশিয়ান গেমসে তিনি খেলেছেন। ১৯৫৮সালে টোকিও এশিয়ান গেমস, ১৯৬২সালে জাকার্তা এশিয়ান গেমস ও ১৯৬৬সালে ব্যাঙ্কক এশিয়ান গেমস।কোচ হিসাবে দারুন জনপ্রিয় ছিলেন তিনি।তাঁর মৃত্যুতে ক্রীড়া জগতে শোকের ছায়া।

Related posts

Leave a Comment