Sargachi Ramkrishna MissionLifestyle Others 

আর্ত মানুষের সেবায় পাশে রামকৃষ্ণ মিশন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এক সময় কলেরা আক্রান্তদের সেবায় নিজেদের নিয়োজিত থাকতে দেখা গিয়েছে। এবার করোনা ভাইরাস নিয়ে গ্রামের দরিদ্র-সাধারণ মানুষদের পাশে দাঁড়াল সারগাছি রামকৃষ্ণ মিশন। স্থানীয় সূত্রের খবর, সচেতনতার পাশাপাশি ফিনাইল, হ্যান্ড স্যানিটাইজার, নিম-সাবান অনেক কম দামে দেওয়া শুরু করেছে মিশন। উল্লেখ্য, ১৮৯৭ সালে মুর্শিদাবাদের মহুলায় কলেরা ও দুর্ভিক্ষ দেখে হত-দরিদ্র মানুষদের পাশে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বামী অখণ্ডানন্দ। জানা যায়, স্বামী বিবেকানন্দের নির্দেশ মতোই সেই প্রথম শুরু হয়েছিল সেবামূলক কাজ। এবার অবশ্য পরিস্থিতিটা ভিন্ন। সারগাছি রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী বিশ্বময়ানন্দ জানিয়েছেন, সারগাছি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা মহারাজ অখণ্ডানন্দ যে পথ দেখিয়েছেন, সেই পথ ধরে এগিয়ে চলেছে এই আশ্রম। আর্ত মানুষের সেবাকাজই আমাদের লক্ষ্য।

Related posts

Leave a Comment