Gokulam FC Indian WomenOthers Sports 

কেরালার গোকুলম এফসি ইন্ডিয়ান উওমেন্স লিগ ফুটবল চ্যাম্পিয়ন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেরালার গোকুলম এফসি ইন্ডিয়ান উওমেন্স লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হল। চতুর্থ বার্ষিক মহিলাদের জাতীয় লিগের ফাইনালে তারা ৩-২ ফলাফলে পরাজিত করল মণিপুরের ক্রিপসাকে। গোকুলমের পক্ষে গোল করেছেন পরমেশ্বরী দেবী, কমলা দেবী ও সবিত্রা ভান্ডারি। ক্রিপসার ব্যবধান কমিয়েছিলেন ডেঙমাই গ্রেস ও রতনবালা দেবী। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোয়ার (১৬) গোকুলমের নেপালের সবিত্রা ভান্ডারি।

Related posts

Leave a Comment