নিরলস ও মানবিক মমতা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা মোকাবিলায় নিরলস প্রচেষ্টা জারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রীতিমতো পথে নেমে নিজে হাতে গন্ডি করে দেখালেন, বাজারে এলে কতটা দূরত্ব বজায় রাখতে হবে।অন্যদিকে লক ডাউনের কারণে ভিন রাজ্যে আটকে রয়েছেন অনেক বাঙালি। মানবিক মুখ্যমন্ত্রীকে দেখা গেল। ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকুরের সঙ্গে যোগাযোগ করে ওই রাজ্যে আটকে থাকা বাঙালি শ্রমিকদের থাকা-খাওয়ার ব্যবস্থা করলেন। পাশাপাশি রাজ্যে পুলিশকে মানবিক হওয়ার পরামর্শ দিলেন।