High courtBreaking News 

হাইকোর্ট : এসএসসি মামলার শুনানি

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরছে উচ্চ প্রাথমিকের যাবতীয় মামলা। হাইকোর্ট সূত্রে খবর, এসএসসি মামলা শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত মামলা শুনবেন। তবে যে মামলাগুলো তিনি ইতিমধ্যেই শুনছেন, তা তিনিই শুনবেন। এক্ষেত্রে উল্লেখ্য, সিবিআই তদন্তের নির্দেশ সংক্রান্ত মামলাগুলি যদি মামলাকারীদের আপত্তি না থাকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ই শুনবেন।

উল্লেখ করা যায়, কলকাতা হাই কোর্টের কোন এজলাসে কোন মামলা যাবে ‘মাস্টার অব রোস্টার’ হিসেবে তা স্থির করেন প্রধান বিচারপতি। এতদিন এসএসসি মামলার শুনানি চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। নতুন রোস্টার অনুযায়ী, তাঁকে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলার ভার দেওয়া হয়েছে। মাধ্যমিক স্তরের মামলা সরানো হয়েছে অন্য বেঞ্চে।
এক্ষেত্রে প্রশ্ন উঠছে, যে মামলাগুলিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সেই মামলাগুলো কি তিনি আর শুনতে পারবেন? আইনজীবীদের একাংশ মনে করছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে বিচারাধীন মামলাগুলোর ক্ষেত্রে মামলাকারীদের আপত্তি না থাকলে তিনি তা শুনতে পারেন। তবে এই সংক্রান্ত নতুন মামলা তিনি নিতে পারবেন না।

প্রতি বছরই এ ভাবেই রোস্টার পরিবর্তন হয়। তাই এ ক্ষেত্রে অন্তত অনিয়ম নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। হাইকোর্ট সূত্রে জানা যায়, এসএসসি মামলাগুলো শুনবেন বিচারপতি রাজাশেখর মান্থা। বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা ও মাদ্রাসা সার্ভিস সংক্রান্ত মামলা শুনবেন। বিচারপতি কৌশিক চন্দ শুনবেন কলেজ, বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন মামলা। পুলিশি নিষ্ক্রিয়তা, অতিসক্রিয়তার মামলার দায়িত্বভার দেওয়া হয়েছে বিচারপতি শম্পা সরকারকে। তপন কান্দু খুন, হলদিয়ায় তোলাবাজিতে সিবিআই তদন্ত, শুভেন্দুর নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যের বিপক্ষে রায় দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। নতুন রোস্টারে এই সব মামলা সরেছে তাঁর বেঞ্চ থেকে। এখন থেকে এই মামলাগুলি শুনবেন বিচারপতি শম্পা সরকার।

Related posts

Leave a Comment