HolidayOthers 

২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য সরকারি কর্মীদের আগামী বছর পুজোয় টানা ১৬ দিন ছুটি থাকছে। এ বছর ছিল একটানা ১৭ দিন ছুটি। এবার পুজোয় ছুটি শুরু হয় তৃতীয়া থেকে। তবে আগামী বছর মহাষষ্ঠীর দিন থেকে শুরু হবে। এক্ষেত্রে জানানো হয়েছে, ২০ অক্টোবর লক্ষী পুজো। ২২ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি চলবে। অন্যদিকে টানা ১২ দিনের পুজোর ছুটির সঙ্গে শনি ও রবিবার থাকায় ৪ দিন অতিরিক্ত ছুটি পাবেন সরকারি কর্মীরা। রাজ্য সরকার আগামী বছরের ছুটির যে তালিকা প্রকাশ করেছে, তাতে এই তথ্য সামনে এসেছে। এক্ষেত্রে কমে যাচ্ছে সরকারি ছুটি। সরকারিভাবে জানা গিয়েছে, আগামী বছর রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি বেশ কয়েকদিন কমল।

২০২১ সালের ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। এক্ষেত্রে জানা যায়, রবিবার হওয়ার কারণে ওই বছরে দোলযাত্রা, মহাবীর জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এবং স্বাধীনতা দিবস ছুটির তালিকায় স্থান পায়নি। সূত্রের খবর, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, মে দিবস, গান্ধী জয়ন্তী, বড়দিন এবং ভাইফোঁটাও শনিবার পড়েছে। এক্ষেত্রে শনিবারও বেশির ভাগ সরকারি অফিসে বিশেষত ছুটি থাকে। শনি ও রবিবার ধরা হলে আগামী বছর দুর্গাপুজোয় ১৬ দিন ছুটি পাবেন রাজ্য সরকারের কর্মীরা। উল্লেখ করা যায়, ক্যালেন্ডারে ৩৯টি সরকারি ছুটি ও ৪টি নির্দিষ্ট গোষ্ঠীর উৎসবের জন্য বিশেষ ছুটি থাকে। যার মধ্যে এনআই অ্যাক্টে ২২টি ছুটি রয়েছে।

Related posts

Leave a Comment