পেঁয়াজের দামে রাশ টানার জন্য পদক্ষেপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পেঁয়াজের দাম ঠেকাতে নতুন আইন। সূত্রের খবর, পেঁয়াজের দামে রাশ টানার জন্য পদক্ষেপ। নতুন অত্যাবশ্যকীয় পণ্য আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আইন চালু করা হয়েছে। এক্ষেত্রে জানা গিয়েছে, এরফলে পাইকারি ব্যবসায়ীরা ২৫ টন এবং খুচরো ব্যবসায়ীরা ২ টন পর্যন্ত পেঁয়াজ মজুত করতে পারবেন। খাদ্য দফতর সূত্রের খবর, বেনামে হিমঘরে পেঁয়াজ মজুত করলে বা অকারণে দাম বাড়ানোর জন্য পেঁয়াজ মজুত করলে প্রশাসন ব্যবস্থা নেবে। মুখ্যসচিবও এই আইন কার্যকর করার জন্য নির্দেশিকা জারি করেছেন বলে খবর। অন্যদিকে সরকারিভাবে আরও জানা গিয়েছে, আলু-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের অনুরোধ করে কেন্দ্রকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

