মৌমাছির দৌরাত্ম্যে জেরবার ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনার জনজীবন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ক্যালিফোর্নিয়া রুদ্ধ হল মৌমাছির দৌরাত্ম্যে। ঝাঁকে ঝাঁকে মৌমাছির ভিড়। মৌমাছির অত্যাচারে অতিষ্ট ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনার বাসিন্দারা। সেখানকার একটা হোটেল থেকে বেরিয়ে আসছে অনবরত মৌমাছিরা। এই আতঙ্কে বন্ধ রাস্তাঘাটও। মৌমাছির অত্যাচার ও গুঞ্জনে জেরবার পরিস্থিতি। কামড় খাওয়ার ভয়ে দিশেহারা ওই এলাকার মানুষ। দৌরাত্ম্য ঠেকাতে ডাকা হল পুলিশ ও দমকল বাহিনীকে।
স্থানীয় সূত্রের খবর, মৌমাছির অত্যাচার বন্ধ করতে পুলিশও নাস্তানাবুদ হয়। মৌমাছির কামড়ে ঘায়েল ২ পুলিশ কর্মীও। পরবর্তীতে দমকলবাহিনী ধোঁয়া দিয়ে মৌমাছির ভিড় শান্ত করার চেষ্টা করে। তাতেও কাজ না হওয়ায় ফোম দিয়ে মেরে ফেলা হয় মৌমাছিদের। ক্যালিফোর্নিয়ার দমকল সূত্রে জানানো হয়েছে, মৌমাছি মারাটা উদ্দেশ্য ছিল না। সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই মৌমাছিদের মারা হয়েছে। ৪৪ হাজারেরও বেশি মৌমাছি রুদ্ধ করে দিয়েছিল ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনার জনজীবন।