হাঙ্গেরি ওপেন টিটি-তে ভারতীয় জুটি শরথ-সাথিয়ানের রুপো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হাঙ্গেরি ওপেনে ভারতীয় জুটি ডাবলসের ফাইনালে পরাজিত হলেন জাপানি প্রতিদ্বন্দ্বিদের কাছে। রুপোতেই থেমে গেলেন শরথ কমল এবং জি সাথিয়ান। জার্মান জুটি বেনে ডিক্ট ডুডা – প্যাট্রিক ফ্রানজিস্কার কাছে হারলেন তাঁরা। শরথ কমলের এটি টুর্নামেন্টের দ্বিতীয় পদক জয়।মানিকা বাত্রার সঙ্গে তিনি মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জয়ী হন।