India has ordered the most corona vaccines in the worldHealth 

বিশ্বে সর্বাধিক করোনা ভ্যাকসিনের অর্ডার দিয়েছে ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভারত সহ গোটা বিশ্ব করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার অপেক্ষায় রয়েছে। ভ্যাকসিনের সংগ্রহ এবং বিতরণের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে ভারত। সব দেশই করোনা প্রতিরোধের জন্য ভ্যাকসিন সংগ্রহের প্রস্তুতি নিয়েছে। অনেক দেশে ভ্যাকসিন ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং এই মাসের শেষের দিকে সেখানকার জনসাধারণ তা পেতেও শুরু করবে। এই উদ্দেশ্যে, ভারতও ১৬০ কোটি ডোজের অর্ডার করেছে। এর ফলে ভারত ভ্যাকসিনের জন্য সর্বোচ্চ অর্ডার দেওয়ার ক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বলেছিলেন, প্রায় ৮ টি ভ্যাকসিনের পরীক্ষা চলছে, যার জন্য ভারতে এর নির্মাণের জন্য ব্যবস্থার কথা বলা হয়েছে। ভারতে বিভিন্ন পর্যায়ে ৩ টি ভ্যাকসিন রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন যে, ভ্যাকসিন পেতে খুব বেশি সময় লাগবে না। পুনের সিরাম ইনস্টিটিউটে ভ্যাকসিন পরীক্ষার জন্য অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সাথেএকটি চুক্তি করেছে এবং বেশিরভাগ ভ্যাকসিনের ডোজ এখান থেকেই পাওয়া যাবে। এই চুক্তির আওতায় অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৫০কোটি ডোজ ভারতে পৌঁছে দেওয়া হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাস্ট্রাজেনেকার সাথে একই সংখ্যক ডোজ বুক করা হয়েছে।

ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের আরও অনেক দেশ থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের জন্য প্রায় ৪০ কোটি ডোজের অর্ডার এসেছে। নোভাভ্যাক্স কোভিড -১৯ ভ্যাকসিনও তৈরি করেছে। ভারত এর সাথে চুক্তির আওতায় ১০কোটি ডোজ অর্ডার দিয়েছে। রাশিয়ান করোনার ভ্যাকসিন স্পুটনিক ভি এর ১০ কোটি ডোজের জন্য একটি চুক্তি করেছে ভারত। এই ভ্যাকসিনের শেষ ট্রায়াল চলছে। স্পুটনিক ভি হায়দরাবাদের ড. রেড্ডির সাথেএর ট্রায়ালের জন্য একটি চুক্তি করেছে। ১১ আগস্ট, রাশিয়া এই ভ্যাকসিন তৈরি করেছে বলে দাবি করেছে, কিন্তু এখনও পর্যন্ত ভারত ছাড়া অন্য কোনও দেশই এর জন্য আগ্রহ দেখায়নি। রাশিয়ার গামালেয়া ইনস্টিটিউট স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরি করেছে।

Related posts

Leave a Comment