India-Nepal BorderOthers World 

ভারত-নেপাল সীমান্তে ড্রোন ওড়ানোয় গ্রেপ্তার নেপালের ১০

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিনা অনুমতিতে শিলিগুড়ির সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে ড্রোন ওড়ানোর অভিযোগে নেপালের ১০ নাগরিককে গ্রেপ্তার করে দার্জিলিং জেলা আদালতে নিয়ে এল পুলিশ। অভিযোগ, ধৃত ওই ব্যক্তিদের বাড়ি নেপালের ঝাপা জেলায়। ওই ব্যক্তিরা সান্দাকফু লাগোয়া ভারত-নেপাল সীমান্ত এলাকায় সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে একটি ড্রোন ওড়াচ্ছিলেন। এক্ষেত্রে সরকারি আইনজীবী পঙ্কজ প্রসাদ জানিয়েছেন, ধৃতেরা সকলেই প্রতিবেশী দেশের বাসিন্দা, তাদের কোনও অনুমতিও ছিল না।

Related posts

Leave a Comment