অর্ধ শতাধিক বোমা উদ্ধার বোলপুরের সিয়ান গ্রামে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আবারও বোমা উদ্ধার হল বীরভূমে। বোলপুরে পাওয়া গেলো ৫০ টিরও বেশি বোমা। সূত্রের খবর, বোলপুর থেকে নানুর যাওয়ার মূল রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে বোমাগুলি। স্থানীয় তৃণমূল কার্যালয় থেকে পঞ্চায়েত অফিস পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তাজুড়ে ইতিউতি বোমা ছড়িয়ে থাকতে দেখা যায়। গ্রামবাসীরা দাবি করেছেন, রাতে প্রচুর বোমা ফাটার আওয়াজ শুনতে পান তারা।
ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। কে বা কারা বেআইনিভাবে এত পরিমান বোমা মজুত রেখেছিল এবং কারা এই বিস্ফোরণের সাথে যুক্ত তা জানার জন্য পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে।