srilanka and airlinceBreaking News Others Travel 

ভারত-শ্রীলঙ্কার মধ্যে বিমান পরিষেবা চালুতে স্বস্তি পর্যটক মহলে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতীয় পর্যটকদের সুবিধার জন্য শ্রীলঙ্কা ফ্লাইট পরিষেবা আবারও চালু করল। সূত্রের খবর,শ্রীলঙ্কান এয়ারলাইন্স চেন্নাইতে ৪ টি সাপ্তাহিক ফ্লাইট, ৩টি মুম্বইতে ও ১টি বেঙ্গালুরুতে পরিষেবা দেবে ৷ দীর্ঘ সময় বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কার মধ্যে বিমান পরিষেবা ৷ এ বিষয়ে আরও জানানো হয়েছে, কারোনা ভ্যাকসিনের দুটি ডোজই নেওয়া হয়েছে এমন ভারতীয়রা শ্রীলঙ্কায় প্রবেশের অনুমতি পাবেন ।

সূত্রের আরও খবর, যাত্রীদের জন্য শুধুমাত্র প্রয়োজন হবে কোভিড নেগেটিভ সার্টিফিকেট। শ্রীলঙ্কায় পৌঁছনোর পর কোভিড পরীক্ষা করাতে হবে। আবার শ্রীলঙ্কায় যাওয়ার পর যাত্রীদের অন-অ্যারাইভাল পিসিআর টেস্ট হবে ৷ শ্রীলঙ্কার হাইকমিশনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে ৷

শ্রীলঙ্কার ট্যুরিজম বোর্ডের চেয়ারপার্সন কিমার্লি ফার্নান্দো এ বিষয়ে জানান, আমরা প্রতিবেশী দেশের ট্রাভেলারদের এদেশে আবারও স্বাগত জানাচ্ছি ৷ আমাদের দেশের ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি, ওয়াইল্ডলাইফ, বিচ ভারতীয় পর্যটকদের কাছে সবসময়ই আকর্ষণের ৷ শুধু ট্রাভেল গাইডলাইন্সগুলি মেনে চলতে হবে।

শ্রীলঙ্কার হাই কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়,কলম্বো থেকে মাদুরাই, তিরুচিরুপল্লি, তিরুঅনন্তপুরম ও কোচিতে সাপ্তাহিক ফ্লাইট পরিষেবা চালু করতে চলেছে শ্রীলঙ্কার বিমান সংস্থা ৷ পাশাপাশি কলম্বো-দিল্লি, কলম্বো-হায়দরাবাদ রুটেও ২টি ফ্লাইট পরিষেবা দেবে শ্রীলঙ্কান এয়ারলাইন্স ৷ উল্লেখ করা যায়,প্রতিবেশী দেশ মালদ্বীপে ছুটি কাটাতে যেতে পারছেন ভারতীয় পর্যটকরা। ভ্রমণপিপাসুদের দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতেও যাওয়ার দরজা উম্মুক্ত হল।

Related posts

Leave a Comment