India Win-2Others Sports 

ঐতিহাসিক ইডেনে জয়ী ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে অভিষেক হল জোধপুরের ২১ বছর বয়সি লিগ স্পিনার রবি বিষ্ণোইয়ের। ৪ ওভারে ১৭ রান দিয়ে রবি পেলেন ২ উইকেট। পাশাপাশি হর্ষল পটেল ৩৭ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট।

ঐতিহাসিক ইডেনে প্রথমে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান। উল্লেখ করা যায়, টস জয়ের পর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ক্যারিবিয়ান শিবির।

এরপর লড়াইয়ে ফিরিয়ে আনেন নিকোলাস পুরান। তিনি ৪৩ বলে ৬১ রান করেন। অধিনায়ক কায়রন পোলার্ড অপরাজিত ২৪ রান করেছেন। এর প্রত্যুত্তরে ৭ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ১৬২ রান তুলে সিরিজে ১-০ ফলাফলে এগিয়ে গেল ভারত। ৪০ রান করেছেন রোহিত শর্মা। ১৮ বলে অপরাজিত ৩৪ রান করেছেন সূর্যকুমার যাদব।

Related posts

Leave a Comment