লকডাউনে বিদ্যুতের চাহিদা ৫ মাসের মধ্যে সবথেকে কম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনে সারা দেশে বিদ্যুতের চাহিদা রেকর্ড পরিমাণে কমল। জানা গিয়েছে, ৩ সপ্তাহের লকডাঊনের প্রথমদিন সারা দেশে বিদ্যুতের ব্যবহার গত ৫ মাসের মধ্যে সবথেকে কম। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ৩ সপ্তাহের লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, লকডাউনের জেরে একদিকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে, তেমনই কমছে বিদ্যুতের চাহিদা। সরকারি হিসেব অনুযায়ী জানা যায়, সারা মাসের বিদ্যুতের চাহিদা গত ৪ মাসের মধ্যে সবচেয়ে কম। গত ২৫ মার্চ বুধবার সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল ২০০ কোটি ৭৮ লক্ষ ইউনিট। যা প্রায় ২০ শতাংশ কম। মার্চ মাসের শুরুতে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ছিল ৩০০ কোটি ৪৫ লক্ষ ইউনিট।