mala royBreaking News Health 

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন মালা রায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা আপাতত ১৮। মৃত্যু হয়েছে ১ জনের। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক ও সাবধানী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলায় সাংসদ তহবিল থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ১০ লক্ষ টাকা দিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। এ বিষয়ে সাংসদ জানিয়েছেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রচুর অর্থের প্রয়োজন। ওই অঙ্কের চেক নবান্নে পাঠিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, কলকাতা পুরসভার ১০৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ এলাকার বিভিন্ন ক্লাব, সমিতি ও প্রতিষ্ঠানের সাহায্যে ৫ লক্ষ ৫১ হাজার টাকা তুলে দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে। ওই টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment