Ingenuity-2Others World 

নাসার হেলিকপ্টার ইনজেনুইটি শূন্যে উড়েছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মঙ্গলের মাটি থেকে সফলভাবে শূন্যে উড়েছে নাসার হেলিকপ্টার ইনজেনুইটি। উল্লেখ করা যায়, ভিনগ্রহের মাটি থেকে কোনও যানকে সফলভাবে আকাশে ওড়ানোর ঘটনা এই প্রথম ঘটল। নাসা এই ঘটনাটিকে রাইট ব্রাদার্স মোমেন্ট হিসেবে চিহ্নিত করেছে। নাসা সূত্রের খবর, ইনজেনুইটির আকাশে ওড়ার মুহূর্তের ছবি ও তথ্য পাঠিয়েছে পারসিভিয়ারেন্স রোভার। এ বিষয়ে আরও জানা যায়, এই মহাকাশযানেই মঙ্গলে পৌঁছে যায় ইনজেনুইটি। নাসা জানিয়েছে, প্রাথমিকভাবে ১১ এপ্রিল এই ইনজেনুইটির আকাশে ওড়ার কথা ছিল। যান্ত্রিক কিছু সমস্যা থাকার কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

Related posts

Leave a Comment