করোনা আবহে স্থগিত আইপিএল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতির জেরে আপাতত স্থগিত হল আইপিএল। আইপিএল গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে রাজীব শুক্লা সমস্ত দলকেই হার্ড কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশ দিয়েছেন৷আইপিএল গর্ভনিং কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, করোনার সংক্রমণ ব্যাপক মাত্রায় বাড়তেই স্থগিত রাখা হল আইপিএল।
সূত্রের খবর, গতকাল বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়র করোনায় আক্রান্ত হন। চেন্নাই থেকেও অনেকে পজিটিভ হয়ে পড়েছে। এছাড়াও দিল্লির গ্রাউন্ড স্টাফরা এখনও পজিটিভ। আবার করোনায় আক্রান্ত হন সানরাইজার্স হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা। সব মিলিয়ে একাধিক দলের ক্রিকেটার, স্টাফ এমনকি অ্যাসোসিয়েশনের কর্মীদেরও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় আপাতত লিগ স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

