পাহাড়ে বন্ধ হচ্ছে টয়ট্রন পরিষেবা-বেঙ্গল সাফারি পার্কও
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:করোনার দ্বিতীয় ঢেউ সামলানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই আবহে বন্ধ হয়েছে টয়ট্রন পরিষেবা। বন্ধ হচ্ছে বেঙ্গল সাফারি পার্কও। স্থানীয় সূত্রের খবর,ঘুম স্টেশনের মধ্যে চলাচলকারী জয় রাইড পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রের আরও খবর,করোনা সংক্রমণ বেড়েই চলেছে। বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যাও। খোলা রয়েছে প্রায় সব দোকানই। অনেক বাজার চলেছে দুপুর ১টার বেশি সময় ধরে। পর্যন্ত। বাজারেও রয়েছে ভিড়। সামাজিক দূরত্ব মানাও হচ্ছে না বলে অভিযোগ। মুখ মাস্কহীন হয়ে ঘুরছেন মানুষ। শহরের সব প্রান্তেই চলেছে পুলিশের মাইকিং। আংশিক লকডাউন মেনে চলার নির্দেশিকার কথা জানানো হয়েছে।
বিধান মার্কেট ,সুভাষপল্লী বাজার, গেটবাজার থেকে চম্পাসারী মার্কেট সহ অনেক স্থানে অসচেতনতার ছবি দেখা গিয়েছে। পুলিশ গিয়ে বন্ধ করল দোকান। সরকারী নির্দেশিকায় জানানো হয়, বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত। সেই নির্দেশ মানা হচ্ছে না বলেও অভিযোগ। করোনার দাপট বাড়ছে শিলিগুড়িতে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে।
আবার দার্জিলিংয়ের পাহাড় ও সমতলের ৪ ব্লক ও শিলিগুড়ি পুরসভার ৪৭টি ওয়ার্ড-এ আক্রান্তের সংখ্যাও বাড়ছে। গ্রামীণ এলাকার পাশাপাশি পাহাড়ী এলাকাতেও দ্রুত হারে বেড়ে চলেছে করোনার দ্বিতীয় দফার ঢেউ। সংক্রমণ বেড়ে চলায় উদ্বিগ্ন প্রশাসনও। এই আবহে আবারও তালা পড়ছে বেঙ্গল সাফারি পার্কে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে সাফারি পার্কের দরজা। বন্ধ হয়ে গেল টয়ট্রেনের জয় রাইডও।

