জয়প্রকাশ নারায়ণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন জয়প্রকাশ নারায়ণ। ১৯০২ সালের ১১ অক্টোবর সীতাবাদিয়ারা গ্রামে তাঁর জন্ম। তিনি ”জে পি বা লোক নায়ক” এবং ভারত ছাড়ো আন্দোলনের বীর নামেও পরিচিত ছিলেন। ভারতীয় স্বাধীনতা কর্মী, তাত্ত্বিক, সমাজতান্ত্রিক ও রাজনৈতিক নেতা ছিলেন জয়প্রকাশ নারায়ণ। ১৯৭০ সালের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে বিরোধী নেতৃত্ব দিয়েছিলেন তিনি। যার পতনের জন্য তিনি ”সম্পূর্ণ বিপ্লব” করার আহ্বান জানিয়েছিলেন। আপদকালীন সময় তার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তাকে ”জেপি মুভমেন্ট” বলা হয়। তাঁর জীবনী জয়প্রকাশ তার জাতীয়তাবাদী বন্ধু এবং হিন্দি সাহিত্যের বিশিষ্ট লেখক রামবৃক্ষ বেনিপুরী লিখেছিলেন। ১৯৯৯ সালে তিনি সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ মরণোত্তরভাবে ভারতের সর্বোচ্চ বেসামরিক ”ভারতরত্ন” পুরস্কার লাভ করেছিলেন। অন্যান্য পুরস্কারগুলির মধ্যে রয়েছে – রাষ্ট্রভূষণ পদক ও ১৯৬৫ সালে পাবলিক সার্ভিসের জন্য ম্যাগসেসে পুরস্কার।

