৩৩ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে কেরালা হাইকোর্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রিসার্চ অ্যাসিস্ট্যান্টের পদে ৩৩ জনকে নিচ্ছে কেরালা হাই কোর্টে। অস্থায়ী নিয়োগ হবে কেবল ২ বছরের জন্য।
রিসার্চ অ্যসিস্ট্যান্ট: শূন্যপদ ৩৩টি। আইনের স্নাতক হতে হবে। আইনের ফাইনাল ইয়ার/ সেমেস্টারের পড়ুয়ারাও আবেদন করতে পারেন। তবে তাঁদের দরখাস্ত করার (স্টেপ-টু) দ্বিতীয় ধাপের শেষ তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে ফাইনাল ইয়ারের মার্ক লিস্ট দাখিল করতে হবে। জন্ম হতে হবে ২৬-৮-১৯৯২ থেকে ২৫-৮-১৯৯৮ তারিখের মধ্যে। সাম্মানিক মাসে ৩০,০০০ টাকা।
প্রার্থিবাছাই হবে মৌখিক পরীক্ষার মাধ্যমে। আইনের ফাইনাল পরীক্ষায় উচ্চতর নম্বর পেয়েছেন এমন প্রার্থীদের থেকে শূন্যপদের ৪ গুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। শূন্যপদের ৪ গুণ প্রার্থী বাছাইয়ের সময় আইনের ডক্টরেট বা পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীদের ৫ শতাংশ ওয়েটেজ দেওয়া হবে।
দুই ধাপে (স্টেপ-ওয়ান অ্যান্ড স্টেপ-টু) দরখাস্ত করবেন অনলাইনে www.hckrecruitment.nic.in. রিক্রুটমেন্ট পোর্টলের মাধ্যমে, ৫ অগস্ট থেকে ২৫ অগস্টের মধ্যে। প্রয়োজনীয় প্রমাণপত্রের কপি পাঠাতে হবে এবং তা পৌঁছনো চাই ১০ অক্টোবরের মধ্যে। স্টেপ-ওয়ান অ্যান্ড স্টেপ-টু দরখাস্ত করার পর প্রার্থীরা এলএলবি-র মার্ক লিস্ট এবং পার্সেন্টেজ সার্টিফিকেট পাঠাবেন খামে ভরে। খামের ওপর লিখবেন “Research Assistant (Temporary) – Application No. ……. – Copy of Mark List & Percentage Certificate” পাঠাবেন এই ঠিকানায়: “The Registrar (Recruitment & Computarisation), High Court of Kerala, Ernakulam, Kochi-682 031. পৌঁছনো চাই ৯ অক্টোবরের মধ্যে।
বিজ্ঞপ্তি ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

