Kolkata Municipality-3Others 

কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর মেয়াদ ২০ জুলাই পর্যন্ত বাড়ল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর মেয়াদ আগামী ২০ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। সূত্রের খবর, রাজ্য সরকার গত ৬ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই প্রশাসনিক বোর্ড গড়ে। আবার ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। জানা গিয়েছে, মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এ বিষয়ে জানিয়েছেন, বোর্ডকে কেয়ারটেকার বোর্ড হিসেবে চিহ্নিত করে তাদের এক মাসের জন্য কাজ করার অনুমতি দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল মামলা হয়। অন্যদিকে পুরসভার পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মামলার চূড়ান্ত নিষ্পত্তির জন্য ডিভিশন বেঞ্চ দু-পক্ষকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে।

Related posts

Leave a Comment