LOCAL TRAINOthers Travel 

শিয়ালদহ ডিভিশনে আরও বাড়ল লোকাল ট্রেন পরিষেবা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ থেকে শিয়ালদহ ডিভিশনে বাড়ল লোকাল ট্রেন। শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে, অফিস টাইমে ট্রেনের সংখ্যা বাড়বে। এক্ষেত্রে আরও জানা যায়, সকাল ৮ টা থেকে ১১টা ও বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে ট্রেন। বাড়তে চলেছে শিয়ালদহ ডিভিশনের ট্রেনের সংখ্যা। আজ থেকেই তা বাড়বে বলে জানা যায়। রেল সূত্রের আরও খবর, শিয়ালদহ উত্তর, দক্ষিণ, মেন, শাখায় বাড়তে চলেছে ট্রেন পরিষেবা।

এবিষয়ে আরও জানা যায়, সপ্তাহের প্রথম কাজের দিন থেকেই ট্রেন চলবে ৮৬০টি। শিয়ালদহ-কৃষ্ণনগর-লালগোলা সেকশনেও বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। এক্ষেত্রে আরও জানা যায়, আপাতত বেশি ট্রেন চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী রেল কর্তৃপক্ষ। উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। শিয়ালদহ ডিভিশনে বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা। এতদিন পর্যন্ত শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখা মিলিয়ে দিনে মোট ৬৫৪ টি লোকাল ট্রেন চালানো হচ্ছিল। এবার আরও ২০৬ টি ট্রেন চালু করা হল। পাশাপাশি চালু হতে চলেছে ১২ টি ‘লেডিজ স্পেশ্যাল’ ট্রেনও।

Related posts

Leave a Comment