lockdown in kolkataOthers 

৯ জুলাই বিকেল ৫টা থেকে কনটেনমেন্ট জোনে লকডাউন বলবৎ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:করোনা সংক্রমণ রুখতে কড়া লকডাউন হচ্ছে। রাজ্যের সব কনটেনমেন্ট জোনে আবারও লকডাউন। সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার থেকে সব কনটেনমেন্ট জোনে লকডাউন। আগামী ৯ জুলাই বিকেল ৫টা থেকে কনটেনমেন্ট জোনে লকডাউন বলবৎ হচ্ছে।

জানা গিয়েছে ,থাকবে না বাফার জোন।এছাড়া বাড়বে কনটেনমেন্ট জোনের পরিধিও । কনটেনমেন্ট জোনে বন্ধ থাকবে সব সরকারি-বেসরকারি অফিস। কনটেনমেন্ট জোনে চলবে না কোনও যানবাহন। কনটেনমেন্ট জোনে বন্ধ থাকবে সমস্ত দোকান। এবার জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বন্ধ থাকবে দোকান। কনটেনমেন্ট জোনের বাসিন্দারা অফিস যেতে পারবেন না। কনটেনমেন্ট জোনে সব ধরনের ভিড়-জমায়েতের ওপরও নিষেধাজ্ঞা। কখন ও কীভাবে কনটেনমেন্ট জোন বাড়বে তা ঠিক করবে প্রশাসন, এমনটা জানা গিয়েছে।

Related posts

Leave a Comment