Locust Africa and West AsiaBreaking News Others 

পতঙ্গের রোষে উজাড় আফ্রিকা ও পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ এলাকার ফসল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার ভাল বৃষ্টি হয়েছিল আফ্রিকা ও পশ্চিম এশিয়ায়। মাঠ ভরে যায় সবুজ ফসলে। অন্যদিকে এসেছে অভিশাপও। বৃষ্টি-ভেজা বালিমাটিই অনুঘটকের কাজ করছে সবুজখেকো মরু পঙ্গপালের ঝাঁক তৈরিতে। ওই পতঙ্গের রোষে উজাড় হতে বসেছে আফ্রিকা ও পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ এলাকার ফসল। এর জেরে তৈরি হচ্ছে খাদ্যসঙ্কট। এমনকী জাতীয় বিপর্যয় ঘোষণা করেছে সোমালিয়া ও পাকিস্তান। ভারতেও ক্ষতির প্রভাব রাজস্থান, গুজরাট এবং পাঞ্জাবে। আবার রাষ্ট্রপুঞ্জের পূর্বাভাস- সবুজ ধ্বংসের ঝড় তুলতে চলেছে পঙ্গপাল বাহিনী। উল্লেখ্য, মরুভূমি এলাকায় পঙ্গপালের হামলা নতুন নয়। অনেক বছর পর ফের এমন বিপর্যয়। ১৯৯৩ সালের পর এই প্রথম পঙ্গপালের হানার মুখে পাকিস্তান ও পাক লাগোয়া ভারত। বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, পঙ্গপাল হানার নেপথ্যে রয়েছে ভারত মহাসাগরের উষ্ণ জলতল। অনুকূল পরিস্থিতিতে গত ২ বছরে ঘন-ঘন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে আরব সাগরে। তার জেরে বন্যার মুখে পড়েছে মোজাম্বিক, সোমালিয়া ও ইয়েমেনের মতো দেশ। এক্ষেত্রে পতঙ্গবিদরা জানিয়েছেন, পঙ্গপালের “জনবিস্ফোরণের” দুটি শর্ত রয়েছে। জন্মানোর জন্য ভেজা বালিমাটি। মোটামুটি ৩ সেন্টিমিটার নিচে অনুকূল জলীয় বাষ্প থাকে। তাই বালিমাটির কিছুটা নিচে শুঁটির মধ্যে ডিম পাড়ে স্ত্রী পঙ্গপাল। সেই কারণে যত বৃষ্টি হয়, তত ভাল ডিম ফোটে।

Related posts

Leave a Comment