পঙ্গপালের হামলা রুখতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত চিনা-হাঁস পাকিস্তানে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পঙ্গপাল সামলাতে পাকিস্তানে চিনের হংস-বাহিনী। দলে দলে হানা দিয়েছে শত্রুরা। দেশীয় দাবাইয়ে এঁটে উঠা সম্ভব হচ্ছে না। তাই সাহায্যের আর্জি জানিয়েছিল চিনের কাছে। পঙ্গপালের হামলা রুখতে প্রায় ১ লক্ষ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হাঁস পাকিস্তানে পাঠানোর প্রস্তুতি নিয়েছে চিন। সিন্ধু, বালুচিন্তান-সহ ক্ষতিগ্রস্ত প্রদেশগুলির অবস্থা পরিদর্শনে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন চিনা বিশেষজ্ঞরা, এমনটাই জানা গিয়েছে। এবার হংস-বাহিনীর ভূমিকা দেখার পালা। উল্লেখ্য, পূর্ব আফ্রিকা থেকে আসা কাতারে কাতারে এই বিদেশি হানাদারের দল ইতিমধ্যেই পাকিস্তানে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তাই হংস-বাহিনীকে রণক্ষেত্রে নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আবার চিনের ঝেজিয়াং প্রদেশে জন্ম হয়েছে অনেক হাঁসের। এদের প্রশিক্ষণ দিয়ে পাকিস্তানে পাঠানোর প্রস্তুতিও শুরু হয়েছে বলে খবর। অন্য একটি সূত্রের খবর, পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া জিনঝিয়াং প্রদেশে ইতিমধ্যেই ১ লক্ষ হাঁস মজুত করা হয়েছে। তাদের পাঠানোও হতে পারে। পরীক্ষামূলকভাবে এই কাজ শুরু হবে জিনঝিয়াং প্রদেশে।