মিনি মুন ২০২০সিডি -৩এর সন্ধান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এক চাঁদের কথাই আমরা সবাই এতদিন জানতাম। ছোটদের মন ভোলানোর জন্য চাঁদ দেখানোর ব্যবস্থাও করত মায়েরা। এবার নতুন চাঁদের সন্ধান পাওয়া গেল। দ্বিতীয় চাঁদ যাকে বলা হচ্ছে। জানা গিয়েছে,প্রথমটির মতোই সে ঘুরছে পৃথিবীর চারপাশে। জ্যোতির্বিজ্ঞানী মহলের একাংশ তা চিহ্নিত করেছেন মিনি মুন নামে। ঘটনার সূত্রপাত হয়েছিল ১৫ই ফেব্রুয়ারী। ওই দিন রাতে উজ্জ্বল এক বস্তুকে পৃথিবীর দিকে ছুটে আসতে দেখে চমকে উঠেছিলেন জ্যোতি বিজ্ঞানীরা। অবজারভেটরি থেকে মহাশূন্যে চোখ রেখেছিলেন তাঁরা। তখনই দেখা পাওয়া যায় তার। বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীকে আঘাত করবে এমন মতলব ছিল না। পৃথিবীর দিকে ধেয়ে আসার পর তাকে জাপটে ধরে। এরপর থেকে পৃথিবীতে আঠার মত লেগে রয়েছে।এই মহাজাগতিক বস্তু। চাঁদের মতোই সেও ছন্দে পাক খাচ্ছে প্রতিনিয়ত পৃথিবীকে। এর পোশাকি নাম দেওয়া হয়েছে ২০২০সিডি-৩। ক্যাটলিনা স্কাই সার্ভের দুই জ্যোতির্বিজ্ঞানী ক্যাসপার ওয়েরজকস এবং থিওডোর প্রথম এই মিনি চাঁদের সন্ধান দিলেন। মিনি মুন ২০২০সিডি-৩এর সন্ধান পাওয়ার পর নাসায় আলোড়ন শুরু হয়। ক্যাসপার এ বিষয়ে জানিয়েছেন,পৃথিবীর আকর্ষণেই পৃথিবীর দিকে ছুটে এসেছে এটি।