ভারত-বাংলাদেশ “মৈত্রী” বন্ধনে মোটর রেলি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথমবার ভারত-বাংলাদেশ মোটর রেলি। অটোমোবাইল অ্যাসোসিয়েশনস অফ ইস্টার্ন ইন্ডিয়া (এএইআই) এই উদ্যোগ নিয়েছে। সূত্রের খবর, এই উদ্যোগে সামিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশন- ঢাকা ক্লাব। এই রেলির নাম দেওয়া হল “মৈত্রী”। জানা গিয়েছে, ১ মার্চ থেকে ভারতের বনগাঁর বেনাপোল-পেট্রাপোল বর্ডার থেকে এই রেলি শুরু হবে। শেষ হবে ৭ মার্চ শিলিগুড়িতে। আরও জানা গিয়েছে, বনগাঁ দিয়ে বাংলাদেশে ঢুকে রেলি এগোবে যশোর, ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং রংপুর হয়ে। এরপর চ্যাংরাবান্ধা-বুড়িমারি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করবে রেলি। পাশাপাশি ধানমন্ডিতে বঙ্গবন্ধু মুজিবর রহমানের স্মরণে হওয়া অনুষ্ঠানে অংশ নেওয়া হবে।