Election Commission-1Others Politics 

আসন্ন পুরভোটের পূর্বে রাজ্যে ভোটার বেড়েছে ২০ লক্ষের বেশি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আসন্ন পুরভোটের পূর্বে রাজ্যে ভোটার বাড়ল ২০ লক্ষ ৬৯ হাজারেরও বেশি। যা ২.৮৯ শতাংশ বৃদ্ধি। এটি সর্বকালীন রেকর্ড বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। তবে ভোটারের সংখ্যায় এই রেকর্ড বৃদ্ধির কারণ অবশ্য কমিশন ব্যাখ্যা দিতে পারেনি। অন্যদিকে একটি অংশের দাবি, এর পিছনে অন্যতম কারণ এনআরসি-আতঙ্ক। বিপুল সংখ্যক মানুষ ভোটার তালিকায় নাম তুলতে এবার বেশি আগ্রহী হয়েছেন। এক্ষেত্রে আবেদনের সঙ্গে আধার কার্ডও প্রমাণপত্র হিসেবে দাখিল করেছেন অনেকেই। নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে জনসংখ্যার ৭০ শতাংশই এবার ভোটার তালিকায় স্থান পেয়েছেন। প্রসঙ্গত, গত ৩ বছর ধরেই এই হার ছিল ৬৯ শতাংশ। এবার রাজ্যে ভোটারের সংখ্যা ৭ কোটি অতিক্রম করবে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, এবার খসড়া ভোটার তালিকায় ভোটার ছিলেন ৬ কোটি ৯৮ লক্ষ ১৫ হাজার ১৫৩ জন। দক্ষিণ ২৪ পরগনা জেলাকে বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৩৯ লক্ষ ১৭ হাজার ৮২৫ জন। ওই জেলার চূড়ান্ত ভোটার তালিকা বের হলে আরও প্রায় ৮০ লক্ষ ভোটার জায়গা পাবে ওই তালিকায়।

Related posts

Leave a Comment