কলকাতায় জাতীয় শিল্প মেলা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাংলা, উত্তর -পূর্বাঞ্চল, সিকিম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য ৪দিনের মেগা জাতীয় শিল্প মেলার আয়োজন। এমএসএমই এর আয়োজনে। আয়োজক সূত্রের খবর, এই মেলায় থাকবে প্রদর্শনী ও সেমিনার।এছাড়া টুরিজম হেলথকেয়ার, হ্যান্ডিক্র্যাপ্ট ও হ্যান্ডলুম এবং অর্গ্যানিক,আয়ুর্বেদ ও মেডিক্যাল প্ল্যান্টের উপর আলোচনাচক্র চলবে। নতুন উদ্যোগপতিদের জন্যই এই মেলার আয়োজন।আয়োজক সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ৪থেকে ৭ মার্চ পর্যন্ত চলবে এই জাতীয় মেলা। কলকাতার মেঘালয় হাউসের নিকটস্থ ১০রাসেল স্ট্রিট,মিডলটন রো -তে অবস্থিত এই মেলা ঘিরে উদ্যোগপতিদের মধ্যে এখনই ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে।