NRSBreaking News Health 

NRS-এ নিম্নমানের সুতো দিয়ে অস্ত্রোপচারে মৃত্যু সদ্যজাত শিশুর

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চিকিৎসা বিজ্ঞানে যাতে কোনো গাফিলতি বা চুরি না হয় সেই কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় স্বাস্থ দফতর নিজের হাতে রেখেছেন। বলা বাহুল্য তিনি দায়িত্ব নেওয়ার পর সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেরগুণ উন্নত হয়েছে। প্রতিটি সরকারি হাসপাতালে বহু উন্নতমানের যন্ত্রপাতি এসেছে। এতকিছু সত্বেও সদ্যজাত শিশুদের অস্ত্রোপচারে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের সুতো। প্রথমবার অস্ত্রোপচারে নিম্নমানের সূতো ব্যবহার করার জন্যই ১০দিনের সদ্যজাতকে তিনবার অস্ত্রোপচার করল হাসপাতাল কর্তৃপক্ষ। তার পরিণতি মৃত্যু। এতো বেশি ধকল সামলাতে না পেরেই মৃত্যু হয়েছে শিশুটির। এই ধরণের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এনআরএস-এ।

উল্লেখ্য, জন্মের সময় মলদ্বার না থাকায় বাদুড়িয়ার এক শিশুকে NRS-এর শিশু বিভাগে ভর্তি করা হয়। মঙ্গলবার চিকিৎসক ওই শিশুটির অস্ত্রোপচার করেন। কিন্তু, অস্ত্রোপচারে নিম্নমানের সুতো দিয়ে সেলাই করার কারণে বার বার সুতো ছিঁড়ে যায়। যার কারণে পর পর তিনবার অস্ত্রোপচার করতে হয়। একই স্থানে তিনদিনে তিনবার অস্ত্রোপচারের ধকল সামলাতে না পেরে বৃহস্পতিবার মৃত্যু হয় শিশুটির। পরিবারের অভিযোগ, কমদামি নিম্নমানের সুতো ব্যবহার করার কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। এই বিষয়ে তাঁরা হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন।

হাসপাতালের এক উচ্চপদস্থ কর্তা জানান, “রোগীর পরিবারকে সুতো কিনে দিতে বলা হচ্ছে, এবং ইটা সম্পূর্ণ বেআইনি। কিন্তু এই মুহূর্তে বিভাগে থাকা সুতো দিয়ে সেলাই করতে গেলেই সূতো ছিড়ে যাচ্ছে। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।” তিনি আরও জানান, “কোন সংস্থা সুতো সাপালাই করেছে তা খুঁজে দেখা হচ্ছে।” জানা গিয়েছে, কেবলমাত্র বাদুড়িয়ার ওই সদ্যোজাত নয়, NRS-এ সুতো কাণ্ডের শিকার এরকম আরও অনেকেই।

অন্যদিকে, খেলতে গিয়ে চোট পায় হুগলির বাসিন্দা ৮ বছরের শেখ শামিম। হাসপাতাল থেকে সেলাই করিয়ে তাকে বাড়ি নিয়ে যায় পরিবার। তারপর নির্ধারিত সময়ে সেলাই কাটাও হয়। তারপরই সমস্যা শুরু হয়। ধীরে ধীরে সারা দেহে সংক্রমণ ছড়িয়ে পরে।

একইভাবে, NRS-এ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে যাদবপুরের এক সদ্যোজাত। অভিযোগ, বার বার নিজে থেকে খুলে যায় সেলাই। এক্ষেত্রেও মলদ্বার না থাকায় অপারেশন হয় ১৩ দিনের সদ্যোজাতের। বারবার সেলাই খুলে যাওয়ায় পরিবারকে বাইরে থেকে সুতো কিনে আনার পরামর্শ দেন ডাক্তার। সুতোর দাম নেয় হাজার টাকার বেশি।

Related posts

Leave a Comment