পপ তারকা জাস্টিন বিবার রেকর্ড
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পপ তারকা জাস্টিন বিবার মাত্র ২৫ বছর বয়সে বিরল নজির গড়লেন। একক শিল্পী হিসেবে ৭টি নম্বর ওয়ান অ্যালবামের নজির গড়েছেন তিনি। অন্যদিকে কিংবদন্তি শিল্পী এলভিস প্রেসলির ৬০ বছরের রেকর্ড ভাঙলেন বিবার। উল্লেখ্য, ২৬ বছর বয়সে ৭টি অ্যালবামের রেকর্ড ছিল এলভিসের দখলে। বিবারের শেষ মুক্তি পাওয়া অ্যালবামের নাম “চেঞ্জেস”। যা বিলবোর্ডের তালিকায় শীর্ষে পৌঁছল।