চিন থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন ফুটবলাররাও
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ চিনে করোনা ভাইরাস নিয়ে বেহাল দশা। আবার নতুন নিয়মের জেরে চিনে ফুটবলের ট্রান্সফার মার্কেট ধুঁকছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আগে বেশিরভাগ ফুটবলারের গন্তব্য ছিল চিন। অবসরপ্রাপ্ত সেরা ফুটবলাররাও চলে যেতেন চিনে খেলতে। বিশ্বের সেরা লিগ থেকেও চিনে ফুটবল খেলতে যেতেন অনেক ফুটবল প্লেয়ার। একদিকে করোনা ভাইরাসের জের এবং অন্যদিকে প্লেয়ার পিছু খরচের পরিমান বছরে ৩ মিলিয়ন ইউরোতে বেঁধে দেওয়ার পর সমস্যা জটিল হয়ে ওঠে। চিন থেকে ফুটবলাররা মুখ ঘুরিয়ে নিতে শুরু করেছেন।