Japan Fukushima DaichiEnviornment Others 

সুনামির সময়কালের তেজস্ক্রিয় জলের অনুমতি পেল জাপান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ২০১১ সালে সুনামির সময়কালে জাপানের ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্রের ট্যাঙ্কে জমা হয় কয়েক লক্ষ টন তেজস্ক্রিয় দূষিত জল। পরে সেই জমা জল মহাসাগরে ফেলার পরিকল্পনা করেছিল জাপান। তবে অনুমতি পাওয়া যায়নি। এবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র অনুমতি পেয়েছে জাপান। এখনও পর্যন্ত কবে জল ছাড়া হবে, তা ঠিক করেনি জাপান।

Related posts

Leave a Comment