বিশ্বের প্রবীণতম মানুষ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বের প্রবীণতম মানুষ মারা গেলেন। জাপানের এই মানুষটির বয়স হয়েছিল ১১২ বছর। নাম চিতেৎসু ওয়াতানাবে। ব্রিটেনের বাসিন্দা বব ওয়েটন-ই এখন প্রবীণতম। বয়স হয়েছে ১১১ বছর। ওয়াতানাবের মৃত্যুর পর বব ওয়েটন জানালেন, কারও মৃত্যুর পরে পাওয়া খেতাব তিনি উদযাপন করতে আগ্রহী নন।