Stock MarketBreaking News Lifestyle World 

করোনা আতঙ্কে ধসে পড়ল সেনসেক্স, মাথায় হাত লগ্নিকারীদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা ভাইরাস এবার শরীর ছেড়ে পকেটে। ভয়াবহ আকার নিয়ে করোনা আতঙ্ক ঝাঁপিয়ে পড়লো শেয়ার বাজারে। বাজার খোলার ক্ষনিকের মধ্যেই হুড়মুড়িয়ে পড়তে লাগলো সেনসেক্স এবং নিফটি সূচক। এক ঝটকায় সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট। সাথে সাথে নিফটিও ৩০০ পয়েন্টের বেশি নেমে যায়। মাথায় আকাশ ভেঙে পড়া এই দিনটিকে শেয়ার বিশেষজ্ঞরা ‘ব্ল্যাক ফ্রাইডে’ হিসাবে চিহ্নিত করছেন।

উল্লেখ্য, ইতিমধ্যেই প্রায় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে নোভেল করোনা ভাইরাস। চীন এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, ধীরে ধীরে ইরানেও ওই একই অবস্থা হতে চলেছে। শরীর ছেড়ে পকেটে ঢুকতেই বিশ্ব শেয়ার বাজারের ওপর এক ঝটকায় বহু নিচে পড়ে যায়। অবাক করা কান্ড মার্কিন সূচক ডাউ জোনস পড়ে যায় ১,১৯০ পয়েন্ট। এই পতনকে ঐতিহাসিক পতন বলে ব্যাখ্যা করছেন শেয়ার বিশেষজ্ঞরা। ওই একই পথে রয়েছে জাপানের নিকি (-৮১৮), হ্যাংসেং (-670), জার্মানির ড্যাক্স (-৪০৭) সূচক। শেয়ার বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০০৮ সালের পর এমন মন্দা বাজার এই প্রথম লক্ষ্য করা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, চীনে ব্যাপকভাবে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ায় বাণিজ্যের উপর মূল আঘাত পড়েছে। বহু দেশই আমদানি-রফতানির উপর বিশেষ নিষেধাজ্ঞা জারি করছে। এমনকি বিমান বন্দরেও জারি করা হয়েছে বিধি-নিষেধ। জাপান, সিঙ্গাপুর অস্ট্রেলিয়া থেকে ইরান এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার জোরালো প্রভাব পড়েছে। বাজার আরও ভয়াবহ আকার নিতে পারে বলে আশঙ্কা।

Related posts

Leave a Comment