মালবাজারে শয়ে শয়ে মৃত্যু হচ্ছে শালিক, বক, চড়ুই পাখির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শয়ে শয়ে পাখির মড়ক লেগেছে মালবাজারে । গত কয়েকদিন ধরে প্রচুর পাখির মৃত্যু হয়েছে। কারণ খুঁজতে ঘটনাস্থলে পরিবেশপ্রেমী সংগঠন। বন দফতরে খবর দেওয়া হয়েছে । প্রায় প্রতিদিনই উদ্ধার হচ্ছে সাত থেকে দশটি মৃত পাখি। আতঙ্কে আছে মালবাজারের মানুষ। স্থানীয়দের অনুমান , কৃষিজমিতে কীটনাশক দেওয়ার ফলে মৃত্যু হচ্ছে পোকামাকড়ের। এই পোকামাকড় খেয়েই মারা যাচ্ছে বহু পাখি।
খবর পেয়েই আসেন পরিবেশপ্রেমী সংগঠন । তাদের অনুমান, বেশি পরিমানে কীটনাশক দেওয়ার ফলে মৃত পোকামাকড় খেয়েই মারা যাচ্ছে পাখিরা। এলাকার মানুষকে সচেতন করার কাজ শুরু হবে বলে জানাচ্ছেন পরিবেশপ্রেমীর।