liquorBreaking News Others 

দেশ জুড়ে নিষিদ্ধ হতে চলেছে মদ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পার্টি হোক বা জন্মদিন, পিকনিক বা উইকেন্ডে বন্ধুবান্ধবদের নিয়ে গেট টুগেদার বা কখনো সখনো একাই একটু আধটু মদিরায় গলা ভেজাতে পছন্দ করেন অনেকেই। কিন্তু এবার সেই সুখের দিন শেষের পথে। কারণ নীতিশ কুমার এতদিন শুধুমাত্র বিহারেই মদ বন্ধের জন্য ডাক দিয়েছিলেন তবে সম্প্রতি তিনি সারা দেশ জুড়ে মদ ব্যান করার পক্ষে সওয়াল শুরু করেছেন। এর আগে ২০১৬ সাল থেকে তিনি বিহারে মদ ব্যান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে কিছুদিন বন্ধের পর আবার চোরাপথে বিক্রি হচ্ছে মদ।

Nitish Kumar

তারপর একে একে মিজোরাম, কেরলেও মদ ব্যান হলে তা হয়েছে সাময়িক সময়ের জন্য। পুরোপুরি মদ ব্যান করা সম্ভব হয়নি কোনো মতেই। এবার নীতিশ কুমার সারা দেশ জুড়ে মদ ব্যান করার ডাক দিলেন। এখন শুধু সময়ের অপেক্ষা।

Related posts

Leave a Comment