Tejas__1536185440Others Technology 

চীন -পাকিস্তানের মোকাবিলায় ৮৩টি “তেজস “কিনছে বায়ুসেনা

আমার বাংলা নিউজ ডেস্ক:বিমান বাহিনীতে সাজ সাজ রব। ৩৯হাজার কোটি টাকায় ৮৩টি “তেজস “কিনছে বায়ুসেনা। বিমান বাহিনীর প্রয়োজন মেটাতে ওই তেজস যুদ্ধ বিমান কেনা হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর প্রয়োজনে।৮৩টি তেজস পেতে বরাত দেওয়া হলো বেঙ্গালুরু ভিত্তিক দেশীয় সংস্থা হিন্দুস্তান এরোনেটিকস লিমিটেড (হ্যাল) কে ৩৯হাজার কোটি টাকা দেওয়া হলো। বিমান বাহিনী সূত্রের খবর,চীন এবং পাকিস্তানের বিমান বাহিনীর যৌথহামলার মোকাবিলায় আগামী ২৫-৩০বছরের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে ভারত।বায়ুসেনা সূত্রে জানা গিয়েচ্ছে,ভারতীয় বায়ু সেনার ৩০টি ফাইটার স্কোয়াড্রনের ১৮টি করে যুদ্ধবিমান প্রয়োজন,সেখানে এখন অনেক কম স্কোয়াড্রনে রয়েছে।এই ঘাটতি পূরণেই ৮৩টি তেজস আসছে। প্রসঙ্গত,এক – একটি স্কোয়াড্রনে ১৮টি করে যুদ্ধ বিমান থাকে। এই প্রয়াসকে স্বাগত জানান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এস কে ভাদুরিয়া।

;

Related posts

Leave a Comment