ভুয়ো খবরে ক্ষুব্ধ হলেন মুখ্যমন্ত্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভুয়ো খবরে ক্ষুব্ধ হলেন মুখ্যমন্ত্রী। বেলেঘাটা আইডি হাসপাতালে এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানালেন, এটা প্ররোচনামূলক প্রচার। ওই ডাক্তার এখনও কাজ করছেন। আমরা খুঁজে বের করব কারা ফেক নিউজ ছড়াচ্ছে। ভুয়ো খবর ছড়ানোর দায়ে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।