করোনা মোকাবিলায় আমরা প্রতিক্ষণে সজাগ রয়েছি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “আমার বাংলা” টিম করোনা বিপর্যয় মোকাবিলায় দিবারাত্র ২৪x৭ এই আপৎকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থে নিরলসভাবে কাজ করছে।
“আমার বাংলা”, “কাজকেরিয়ার”- “এফেক্ট পাবলিকেশন” ১৩ বছর ধরে জনকল্যাণে কাজ করছে। ১৩ বছরের অভিজ্ঞতার নিরিখে আমরা মানুষের সাথে ও সমাজের সেবায় রয়েছি প্রতিমুহূর্তে।
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে করোনা মোকাবিলায় আমরা সজাগ রয়েছি। অসহায় মানুষের আর্জি মেটাতে কমবেশি চেষ্টাও করছি। রাজ্য-দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা সংক্রান্ত আপ-টু-ডেট খবর তুলে ধরার চেষ্টা করছি। মানুষের স্বার্থে সতর্কতামূলক বিভিন্ন পরামর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ারও চেষ্টা করছি। এই বিপর্যয়ে সতর্ক ও সাবধানতা অবলম্বন করে স্বাস্থ্য সচেতনতা সহ লকডাউনে গৃহবন্দি থাকার সুপরামর্শও তুলে ধরছি “আমার বাংলা”য়।
কেন্দ্র ও রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত বা করোনা সম্পর্কিত বিভিন্ন নির্দেশ ও পরামর্শ মানুষের সেবায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরছি প্রতিনিয়ত ও প্রতিক্ষণে। জানিনা, কতটা জনকল্যাণে মানুষের পাশে থাকতে পেরেছি। তবে নিরন্তন চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। কোনও পরামর্শ দেওয়ার থাকলে আমাদের অকপটে জানাতে পারেন। আমাদের কোনও ত্রুটি-বিচ্যুতি থাকলে অবশ্যই জানাবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
পরিশেষে সতর্কতার জন্য আবারও জানাচ্ছি, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। আতঙ্ক নয়, সতর্ক থাকুন। নিজে বাঁচুন, অপরকে বাঁচতে সহযোগিতা করুন। প্রয়োজনের বাইরে অযথা মজুত করবেন না। আপনার আশেপাশে কেউ বিপদে পড়লে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করুন। ফেক নিউজ দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। করোনার যুদ্ধে আমরা সবাই এক হয়ে লড়ব। আমরা জিতবই একদিন। আমরা ভারতবাসী করোনা মুক্ত হবই।