bam and menofestoOthers Politics 

নির্বাচনী ইশতেহার বামেদের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নির্বাচনী ইশতেহার প্রকাশ করল বামেরা। কী রয়েছে ইশতেহারে তা নিয়ে কৌতূহল থাকছে রাজনৈতিক মহলে। চিটফান্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়গুলি থাকছে। পাশাপাশি ইশতেহারে উঠে এসেছে কর্মসংস্থানের আশ্বাসও। আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করেছে বামফ্রন্ট। ইশতেহারে লেখা হয়েছে, জনগণের গচ্ছিত টাকা তাঁদের হাতে ফেরত দেওয়ার সর্বাত্মক প্রয়াস গ্রহণ করা হবে। তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টির কথাও উল্লেখ করা হয়েছে। আবার শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়মিত এবং স্বচ্ছভাবে করার আশ্বাস দেওয়া হয়েছে।

সিঙ্গুর-নন্দীগ্রাম প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। এক সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মতামত দিয়েছিলেন, জমি অধিগ্রহণ নীতিতে ভুল থেকে গিয়েছে। বামেরা এবার সেই সংশোধন এনেছে ইশতেহারে। এক্ষেত্রে জানানো হয়েছে,জমি অধিগ্রহণের প্রশ্নে আরও সাবধানী হতে হবে। পরিবেশ পরিস্থিতি যাচাই করে জমি বাছাই করতে হবে। এ বিষয়ে বিমান বসু জানিয়েছেন, আমরা দীর্ঘদিন সরকারে ছিলাম। সরকার চালানোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি। সেই অভিজ্ঞতা থেকেই মনে হয়েছে, জমি অধিগ্রহণে সতর্ক হওয়া দরকার। এবারে বামেদের ইস্তেহারে উদ্বাস্তুদের মন পেতেও প্রচেষ্টা নেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment