MantenegroOthers Sports 

ভারতীয় মহিলা বক্সারদের সোনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বক্সারদের সোনা। মন্টেনেগ্রোতে চলতি অ্যাড্রিয়াটিক পার্ল বক্সিংয়ে সোনা জয়ী হলেন দুই ভারতীয় মহিলা বক্সার। জানা গিয়েছে, ৬০ কেজি বিভাগে সোনা পেলেন বিনকা। অন্যদিকে ৭৫ কেজি বিভাগে টি সানামাচা চানু। উল্লেখ করা যায়, দুটি সোনা ছাড়াও ভারতীয় বক্সাররা পেলেন ২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ। ফাইনালে বিনকা পরাজিত করেছেন মলডোভার প্রতিপক্ষকে ৫-০ ফলাফলে। আবার ৪৮ কেজি বিভাগের ফাইনালে রুপো পেলেন গীতিকা।

Related posts

Leave a Comment