বিশ্বসেরা ফিনিশার হওয়ার সংকল্প স্টোয়নিসের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বসেরা ফিনিশার হতে আগ্রহী মার্কাস স্টোয়নিস। আগামী ৩ বছরের মধ্যে তিনি নিজেকে বিশ্বের সেরা ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত করতে চান বলে জানিয়েছেন। এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন মার্কাস স্টোয়নিস। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘আমার বয়স এখন ৩২ বছর। আগামী ৩ বছরের মধ্যে বিশ্বের সেরা ফিনিশার হিসেবে নিজেকে তৈরি করে ফেলতে চাই। সেভাবেই এখন নিজেকে তৈরি করার কাজ চলছে’।

